শূদ্রক - মৃচ্ছকটিক Sudrak /সংস্কৃত নাট্য সাহিত্য



শূদ্রক - মৃচ্ছকটিক 

  • শূদ্রক অস্মক দেশের রাজা ছিলেন জাতিতে ব্রাহ্মণ ।
  •  সংস্কৃত সাহিত্যে তিনি অমর হয়ে আছেন তার প্রকরণ শ্রেনির দৃশ্যকাব্য মৃচ্ছকটিকমের জন্য।
  • শূদ্রকের একটি প্রকরণ ও একটি ভাণ পাওয়া যায়। প্রকরণটির নাম মৃচ্ছকটিকম ও ভাণটির নাম পদ্মপ্রাভৃতক।
  • রচনা রীতির বিচারে মনে হয় শূদ্রক কালিদাসেরও পরবর্তী। মোটামুটি ভাবে তাকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে রাখা যায়।
  • মৃচ্ছকটিক প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য ।
  • শূদ্রকের এই প্রকরণটিতে দশটি অংক আছে।
  • মৃচ্ছকটিক গতানুগতিক ধারার নাটক নয়। এর নায়ক দরিদ্র ব্রাহ্মণ চারু দত্ত এবং নায়িকা দুজন চারু দত্তের স্ত্রী ধূতা ও গণিকা বসন্তসেনা। নাটকে অজস্র সাধারণ চরিত্রের ভিড় এবং প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্য দৃষ্টি আকর্ষণ করে। নাটকের রাজনৈতিক পালাবদলের চিত্র আছে ,এটাও মৃচ্ছকটিককে অনন্য করে তুলেছে।
  •  ষষ্ঠ অংকে মৃৎ শকট বা মাটির গাড়িকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হয়েছে বলে নাটকটির নামকরণ মৃচ্ছকটিক।
  • প্রকরণ শ্রেণীভুক্ত নাটক।
  • দশটি অংক আছে।
  • চারুদত্ত প্রধান উপজীব্য।
  • নায়ক ব্রাহ্মণ বণিক চারু দত্ত।
  • নায়িকা রাজ নর্তকী বসন্ত সেনা।
  • বিদূষকের নাম মৈত্রেয়।
  • নাটকটি শৃঙ্গার রসাত্মক।
  • চারু দত্তের পত্নীর নাম ধূতা।
  • চারুদত্তের পুত্রের নাম রোহসেন।
  • এই নাটকের টীকাকার গন হলেন পৃথ্বীধর ,বিদ্যাসাগর, শ্রীনিবাস ,গনপতি ,ধর্মানন্দ।

0 মন্তব্যসমূহ