বসন্তের কোকিল / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 বসন্তের কোকিল

১.বসন্তে কোকিল মূল কোন  প্রবন্ধ থেকে নেওয়া ?
উত্তর - 'বসন্তের কোকিল' এর মূল প্রবন্ধ গ্রন্থ "কমলাকান্তের দপ্তর", লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।



২.এই প্রবন্ধটি কোথায় ,কোন সময়ে প্রকাশিত হয়েছিল?
উত্তর - এই প্রবন্ধটি ১২৮০ খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল৷

৩. 'তোতে আমাকে একবার পঞ্চমগায়' কোন প্রবন্ধের অংশ ,কে কার সঙ্গে গাইতে চেয়েছে ?
উত্তর - এই প্রবন্ধটি "কমলাকান্তের দপ্তর" এর অন্তর্গত 'বসন্তের কোকিল' এর অংশ৷এখানে বঙ্কিমরূপী কমলাকান্ত কোকিলের সঙ্গে গাইতে চেয়েছেন৷

৪."যে সুন্দর তাকেই ডাকি যে ভালো তাকেই ডাকি" সংক্ষেপে অর্থ ব্যাখ্যা কর?
উত্তর - বসন্তের কোকিল প্রবন্ধে কমলাকান্তরূপি বঙ্কিমচন্দ্র উক্ত উক্তিটি করেছে ৷ কোকিল যেমন বিশ্ব সৌন্দর্যের সৃষ্টি কর্তাকে ডাক দেয় কমলাকান্তের কবির মনও তেমনি অনিবার্চনীয় সাধনা করতে চাই ৷
কমলাকান্ত এই সুন্দরেরই পূজারী ৷ সমাজের সৃষ্টিকর্তা সুন্দযের রূপধারী মনুষ্যত্বের আদর্শে বিশ্বাসী জীবনের রহস্য ও দৃঢ় নীতির সেই আত্মাকেই কমলাকান্ত ডাক দেন। সর্বশব্দগ্রাহী যে কোনো কর্ণেই তার ডাক পৌঁছাবে বলে তিনি বিশ্বাসী। এক কথায় তিনি সমাজ ব্যবস্থাকে ফুটিয়ে তুলতে চান ৷

৫. গানের পঞ্চম স্বর কোনটি? ওই স্বরটি কোন প্রাণীর ডাক থেকে নেওয়া হয়েছে?
উত্তর - পঞ্চম স্বর হলো পা গানের মোট স্বর ৭ টি ৷সংগীত শাস্ত্রে বলা হয়েছে যে গানের ৭টি স্বর ৭ টি জন্তুর ডাক থেকে গ্রহণ করা হয়েছে ৷ পঞ্চম বা পা নেওয়া হয়েছে কোকিলের ডাক থেকে ৷

৬. বসন্তের কোকিল রচনায় মূল বক্তব্য কী?
উত্তর - স্বার্থপর আত্মসুখ প্রিয় মানুষ বসন্তের কোকিল ৷ কোকিলের ডাক নিয়ে আদর্শ অতীন্দ্রিয় সৌন্দর্যের অন্বেষন করে রোমান্টিক ব্যাথা বিধুর লোকের স্বপ্ন দেখা হয়েছে ৷ এই অনুসন্ধান লেখকের রোমান্টিক আবেগ যুক্ত এখানে ভাব ও ভাবনার যথার্থ সমীকরণ ঘটেছে ৷

৭. আসল কথা সেদিন বর্ষা ,বসন্ত নহে বসন্তের কোকিল সেদিন আসবে কেন ?
উত্তর - বসন্তের কোকিল হল সুবিধাবাদী মানুষ সুখের দিনের সঙ্গী যেমন দক্ষিণা বাতাসে আনন্দ শিহরন জাগে তখন কোকিল অর্থাৎ সুখের সঙ্গীর আগমন ঘটে আর বর্ষার যখন সুখ স্বাচ্ছন্দা থাকে না তখন বসন্তের কোকিল আসে না৷

৮. নসীবাবুর ঘর কখন ভরে উঠে?
উত্তর - নসীবাবুর বাড়িতে উৎসব উপলক্ষে যাত্রাগান নাচ ইত্যাদি যখন ব্যবস্থা হয় তখন নসীবাবুর ঘর আত্মীয় স্বজন ও বন্ধু বন্ধবে ভারে উঠে কেউ আহার করে কেউ পরে থাকে কেউ তামাক সেবন করে ৷

৯. কোকিল কুহু শব্দের তাৎপর্য লেখো?
উত্তর - কোকিল কু স্বরের তাৎপর্য বিচিত্র ৷ জগতের ভালো জিনিস দেখে তার মনে হিংসার উদয় হলে কু ডাকে ৷ কোকিল পরশ্রীকাতর পয়ান্তুকাতর তাই তার কুঞ্জন বা কুহু স্বরে পরিচিত আসলে এই তাৎপর্য ব্যাখা কমলাকান্তের ৷

১০. তোমার চেয়ে হাড়ি চাঁচা ভালো কে কেন হাঁড়ি চাঁচাকে ভালো বলেছে ?
উত্তর - প্রশ্নোক্ত উক্তিটি বক্তা কমলাকান্ত চক্রবর্তী হাড়ি চাঁচাকে ভালো বলেছেন কারন হাঁড়ি চাঁচা এক শ্রেণির পাখি যারা দেখতে মন্দনয় কিন্তু কন্ঠস্বর ভালো নয় হাড়ি চাঁচলে যেমন শব্দ হয় তেমনি তাই এমন নাম৷

0 মন্তব্যসমূহ