সর্বশিক্ষা মিশনের(SSM) সাধারণ কর্মসূচি ও বিশেষ কর্মসূচি(General programs and special programs of Sarva Shiksha Mission)

 


প্রশ্ন :-সর্বশিক্ষা মিশনের 

সাধারণ  ও  বিশেষ কর্মসূচি 

গুলি আলোচনা করো ?

অথবা

প্রশ্ন :- সর্বশিক্ষা মিশনের 

কর্মসূচি আলোচনা 

করো ?

সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য গুলিকে রূপায়িত করতে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনার সুবিধার্থে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। যথা সাধারন কর্মসূচি ও বিশেষ কর্মসূচি।



সাধারণ কর্মসূচি

১. প্রয়োজন অনুসারে যথেষ্ট পরিমাণে উপযুক্ত বিদ্যালয়ে স্থাপন করা ।

২. শিক্ষার গুণগত মানের উন্নতির জন্য শিক্ষকদের নতুন শিক্ষণ পদ্ধতির মাধ্যমে  প্রশিক্ষিত করা।

৩. শিশুদের শিক্ষা উপযোগী শিক্ষাকেন্দ্র স্থাপন করা এবং বালিকা বিদ্যালয় স্থাপন করা ।

৪. জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা ।

৫. তপশিলি জাতি উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা ।

বিশেষ কর্মসূচি

১. ১৪ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে শিক্ষার আওতায় আনা।


২. প্রয়োজন বোধে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মুক্ত বিদ্যালয় ,বেসরকারি বিদ্যালয় স্থাপন করা।

৩. যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে বা যারা কখনোই বিদ্যালয়ে যায়নি তাদের জন্য সেতু পাঠক্রম নির্মাণ।

৪. প্রতিটি বিদ্যালয়ে জল ও শৌচাগারের ব্যবস্থা করা ।

৫. ড্রপ আউট শিক্ষার্থীকে পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা ।

৬. প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে নতুন ভবন নির্মাণ করা ।

৭. বিনামূল্য বই খাতা পেন মিড ডে মিলের ব্যবস্থা করা ।

৮. শিক্ষার্থীর গুণগতমান উন্নয়ন করা।

৯. শিক্ষক শিক্ষার্থী অনুপাত বজায় রাখা।

১০. শিক্ষার অনুকূল পরিবেশ গঠন করা।

১১. শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় করা ।

0 মন্তব্যসমূহ