বাছাই করা অবজেক্টিভ উচ্চমাধ্যমিক/H.S বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস

 


উচ্চমাধ্যমিক বাংলা শিল্প সাহিত্য 

সংস্কৃতির  ইতিহাস 



৫১.বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে?
উঃ - প্রফুল্ল চন্দ্র রায়।
৫২.বাঙালির প্রথম সার্কাস এর নাম ?
উঃ - ন্যাশনাল সার্কাস।
৫৩.সাঁওতাল দম্পতি সুজাতা ভাস্কর্যটি স্রষ্টা কে?
উঃ - রামকিঙ্কর বেইজ।
৫৪.ছোটদের জন্য তৈরি সফেদ হাতি ও সবুজ দ্বীপের রাজা ছবিদুটির পরিচালক কে ?
উঃ - তপন সিংহ।
৫৫.ভারতে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে কে খ্যাত ?
উঃ - ডক্টর মুরারিমোহন মুখার্জি।
৫৬.বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উঃ - প্রফুল্ল চন্দ্র রায়।
৫৭.বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তগন ছবিটির স্রষ্টা কে?
উঃ - বিনোদবিহারী মুখোপাধ্যায়।
৫৮.উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলা হয় কাকে ?
উঃ - শিলিগুড়ি।
৫৯.ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট এর প্রতিষ্ঠাতা কে ?
উঃ - হেমেন্দ্রনাথ মজুমদার।
৬০.ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ?
উঃ - রাজা হরিশচন্দ্র।
৬১. বিখ্যাত কুস্তিগীর গোবর গুহর প্রকৃত নাম কি?
উঃ-  যতীন্দ্র চরণ গুহ।
৬২.ইস্টবেঙ্গল বেঙ্গল ক্লাব কত সালে গঠিত হয় ?
উঃ - ১৯২০ খ্রিস্টাব্দে।
৬৩.অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা কে ?
উঃ-  নীরদ সি চৌধুরী।
৬৪.The Inner Eye অবলম্বনে তথ্যচিত্র নির্মাণ করেন কে?
উঃ- বিনোদবিহারী মুখোপাধ্যায়ের
৬৫.মেঘে ঢাকা তারা ছায়া ছবিটি তৈরি করেছেন কে ?
উঃ - ঋত্বিক ঘটক।
৬৬.প্রথম বাংলা মুদ্রণ হরফ খোদাই করেন কে?
উঃ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৬৭.নারায়ণ চন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ- কবাডি।
৬৮.ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি?
উঃ -রাজা হরিশচন্দ্র।
৬৯.সাঁওতাল দম্পতি চিত্রটি স্রষ্টা কে ?
উঃ - রামকিঙ্কর বেইজ।
৭০.বাংলা ক্রিকেটের জনক রূপে পরিচিত কে?
উঃ - সারদারঞ্জন রায়চৌধুরী।
৭১.অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি- 

উঃ - শ্বেত অভিসারিকা।
৭২.ভারতবর্ষে হাফটোন ব্লক এর প্রবর্তন করেন কে ?
উঃ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৭৩.সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ তথ্যচিত্রে নাম কি?
উঃ - The Inner Eye
৭৪.নব্য বঙ্গীয় চিত্ররীতির জনক বলা কাকে?
উঃ - অবনীন্দ্রনাথ ঠাকুরকে।
৭৫.রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের অলংকরণ করেছেন কে?
উঃ -নন্দলাল বসু।
৭৬.সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি ?
উঃ - পথের পাঁচালী।
৭৭.ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে?
উঃ -মেঘনাথ সাহা।
৭৮.সাঁওতাল দম্পতি নামক ভাস্কর্যটি স্রষ্টা কে? 

উঃ - রামকিঙ্কর বেইজ।
৭৯.মৃণাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম কি ?
উঃ - রাত ভোর।
৮০.বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উঃ -  প্রফুল্ল চন্দ্র রায়।
৮১.মধ্যযুগের সন্তগন ছবিটির কার হাতের লেখা আঁকা ?
উঃ - বিনোদবিহারী মুখোপাধ্যায়।
৮২.বিজ্ঞানের সংকট গ্রন্থটি কে লিখেছেন?
উঃ - সত্যেন্দ্রনাথ বসু ১৯৩১
৮৩.প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন ?
উঃ - মিহির সেন।
৮৪.কে মন্বন্তরের শিল্পী রূপে পরিচিত ?
উঃ - চিত্তপ্রসাদ।
৮৫.ব্রতচারীর উদ্ভাবক কে ?
উঃ -গুরুসদয় দত্ত।
৮৬.স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে ?
উঃ - ডেভিড হেয়ার।
৮৭.ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা কে?
উঃ-  প্রশান্তচন্দ্র মহলানবিশ
৮৮.ভারতে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত সালে ?
উঃ-  ১৮৭২ সালের ক্যালকাটা এফসি।
৮৯.আগন্তুক সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেন কে ?
উঃ - উৎপল দত্ত।
৯০.শ্বেত অভিসারিকা ছবিটির শিল্পী কে?
উঃ - অবনীন্দ্রনাথ ঠাকুর।
৯১.ভারতের প্রথম ফুটবল ক্লাব রোড গড়ে ওঠে কত সালে?
উঃ - 1872 সালে।
৯২.নব্য ভারতীয় চিত্র রীতির জনক কে?
উঃ - অবনীন্দ্রনাথ ঠাকুর।
৯৩.বাঙালি সার্কাসের প্রাণপুরুষ কে ?
উঃ - প্রিয়নাথ বসু।
৯৪.কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত কে ছিলেন?
উঃ - বিপিনবিহারী দাস।
৯৫.যাদুবিদ্যা নামক গ্রন্থের রচয়িতা কে ?
উঃ - গণপতি চক্রবর্তী।
৯৬.যুবলী আর্ট একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন কে ?
উঃ - রণদাপ্রসাদ গুপ্ত।
৯৭.ঋত্বিক ঘটকের শেষ ছবি কোনটি?
উঃ - যুক্তি তক্কো আর গল্প।
৯৮. চলমান গান্ধীজীর ছবিটি কে এঁকেছিলেন? 

উঃ - নন্দলাল বসু।
৯৯.রেসিডেন্সি প্রেসিডেন্সি কলেজ এর পূর্ব নাম কি ?
উঃ - হিন্দু কলেজ।
১০০.প্রথম বাঙালি ক্রিকেটার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন তার নাম কি?
উঃ - রাজকুমার হিতেন্দ্র নারায়ন।।

১ থেকে ৫০ পর্যন্ত পেতে এই লিংকে ক্লিক করুন 

https://www.artstutorial.in/2022/06/hs.html

0 মন্তব্যসমূহ