বাছাই করা অবজেক্টিভ উচ্চমাধ্যমিক/H.S বাংলা সাহিত্যের ইতিহাস

 উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্যের

     ইতিহাস 

১.মধ্যযুগের সন্তগন ছবিটির কার আঁকা ?
উঃ - বিনোদবিহারী মুখোপাধ্যায়।
২.ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে?
উঃ- মেঘনাথ সাহা।
৩.আত্মজীবনীমূলক 'গোল' গ্রন্থের লেখক -
উঃ- ধ্যানচাঁদ।
৪.ঋত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্র কি?
উঃ - মেঘে ঢাকা তারা।
৫.যখন শীত আসে ভাস্কর্যের স্রষ্টা কে ?
উঃ-দেবীপ্রসাদ রায়চৌধুরী।
৬.কারিগরি দক্ষতা নিরিখে যাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা অতিরঞ্জন হবেনা ।
উঃ-গোলক চন্দ্র নন্দী।
৭.মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে ?
উঃ- ১৮৮৯ খ্রিস্টাব্দে।
৮.বোটানিক্যাল গার্ডেনের পূর্বের নাম কি ছিল?
উঃ -রয়াল বোটানিক্যাল গার্ডেন
৯.জলসাঘর ছবিটির সংগীত নিদর্শ কে ছিলেন?
উঃ -বিলায়েত খাঁ।
১০.কলকাতার বিশ্বকর্মা বলে পরিচিত ছিলেন কে?
উঃ- বিপিনবিহারী দাস।
১১.বিশ্বখ্যাত জাদুকর পি সি সরকার এর প্রকৃত নাম কি ?
উঃ - প্রথম প্রতুল চন্দ্র সরকার।
১২.তপন সিংয়ের কোন ছবিতে ছবি বিশ্বাস মুখ চরিত্রে অভিনয় করেন ?
উঃ -কাবুলিওয়ালা।
১৩.ঘোড়ার ছবি আঁকায় দক্ষ যে  শিল্পী ।
উঃ -সুনীল দাস।
১৪.পাহাড়ি সান্যাল এর প্রকৃত নাম কি?
উঃ -নগেন্দ্রনাথ।
১৫.বিশ্বপরিচয় গ্রন্থটি কার লেখা ?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের।
১৬.প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ?
উঃ -জামাইষষ্ঠী।



১৭.ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় কে?
উঃ - মিহির সেন ।
১৮. পট শব্দের অর্থ কি?
উঃ- চিত্র।
১৯.নাগরিক চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?                উঃ -ঋত্বিক ঘটক।
২০.কোন শিল্পীর সঙ্গে উণ্ডস শব্দটি জড়িত ?
উঃ -সোমনাথ হোর।
২১.ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে?
উঃ - হীরালাল সেন
২২.আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন কোনটি?
উঃ _  শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।
২৩.গোবর গোবর নাম কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ _ কুস্তি।
২৪.বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে?
উঃ - প্রফুল্ল চন্দ্র রায়।
২৫.বিখ্যাত "গণেশ জননী" ছবিটি কার আঁকা?
উঃ - যামিনী রায়ের।
২৬."কোমল গান্ধার" ছবিটি পরিচালিত করেন কে ?
উঃ- ঋত্বিক ঘটক।
২৭.কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হত ?
উঃ - মহেন্দ্র চন্দ্র নন্দী।
২৮.শিবপুরের বোটানিক্যাল গার্ডেন এর বর্তমান নাম কি ?
উঃ - আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন।
২৯.শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পূর্ব কী নামে খ্যাত ছিল ?
উঃ - রয়াল বোটানিক্যাল গার্ডেন।
৩০.গণপতি চক্রবর্তী লেখা বইটির নাম কি?
উঃ - যাদুবিদ্যা
৩১.সাড়ে চুয়াত্তর সিনেমাটির পরিচালনা করেন কে ?
উঃ - নির্মল দে
৩২.অপু ট্রিলজি ছবির নির্মাতা কে?
উঃ- সত্যজিৎ রায়।
৩৩.রাধা গোবিন্দ কর ছিলেন একজন - চিকিৎসক।
৩৪.গোবর গুহ এর প্রকৃত নাম কি ?
উঃ -যতীন্দ্র চরণ গুহ।
৩৫.এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন ?
উঃ - রাজা রাজেন্দ্রলাল মিত্র।
৩৬.বাঙালির সার্কাসের প্রানপুরুষ কে ছিলেন?                উঃ - প্রিয়নাথ বসু ।                                                 ৭.ভুবন সোম ছবিটির পরিচালক কে ছিলেন?

উঃ - মৃণাল সেন।
৩৮.সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্বাক চলচ্চিত্র কোনটি?
উঃ - বিল্ব মঙ্গল।
৩৯.সাড়ে চুয়াত্তর সিনেমাটির পরিচালনা করেন কে ?
উঃ - নির্মল দে।
৪০.নন্দলাল কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন?
উঃ - অজন্তার।
৪১. রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন কে ?
উঃ - নন্দলাল বসু।
৪২.মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে ?
উঃ - ১৮৮৯।
৪৩.ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
উঃ - সুকুমার রায়।
৪৪.অসচ্ছ  জল রঙের আঁকা ছবি কে কি বলা হয়?
উঃ- গুয়াশ।
৪৫.ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ছিলেন কে ?
উঃ - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
৪৬.বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন কে ?
উঃ- জগদীশচন্দ্র বসু।
৪৭.নব্যবঙ্গীয় চিত্র রীতির জনক বলা হয় কাকে?
উঃ - অবনীন্দ্রনাথ ঠাকুর।
৪৮.দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন কে?               উঃ - হীরালাল সেন।
৪৯.ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে ?
উঃ - প্রশান্তচন্দ্র মহলানবিশ।
৫০.রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন কে?
উঃ- নন্দলাল বসু।

পরের পার্ট ৫১ থেকে ১০০ 

0 মন্তব্যসমূহ