ভাস/Vasa-স্বপ্নবাসবদত্তম্/स्वप्नवासवदत्तम्

 

ভাস/Vasa-স্বপ্নবাসবদত্তম্/    स्वप्नवासवदत्तम्

কালিদাস পূর্বযুগের সংস্কৃত নাট্যসাহিত্যাকাশে নাট্যকার ভাসের নামটি স্বমহিমায় বিরাজিত।মহাকবি কালিদাস তাঁর “মালবিকাগ্নিমিত্রম্” নাটকের প্রস্তাবনায় যে কয়েকজন কবির নামোল্লেখ করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন নাট্যকার ভাস-“প্রথিতযশসাং ভাস-সৌমিল্ল-কবিপুত্রাদীনাং... www.artstutorial.in/9064359401

ভাস সমস্যা-বিংশ শতাব্দির পূর্বে ভাস সম্বন্ধে আমাদের জ্ঞান ছিল ভাসাভাসা।কিন্তু ১৯০৯-১১ খ্রিষ্টাব্দের মধ্যে টি গনপতিশাস্ত্রি মহাশয় কেরলের মনলিক্ করনাথম্ নামক স্থানে দুটি পুঁথিতে ১৩ টি নাটক আবিষ্কার করেন এবং এই নাটক গুলি ভাসেরই রচনা বলে নানা যুক্তি খাড়া করেন ।তবে অনেক বিশেষজ্ঞ এই মতের সমর্থক হলেও বার্ণেট জনস্টন প্রমুখ সমালোচকগন বিপক্ষে মত প্রকাশ করেছেন এবং নাটক গুলি যে ভাসের রচনা নয় এই বিষয়ে যুক্তি আরোপ করেছেন।



কাহিনি উৎসঃ-মহাকবি ভাস রচিত ছয় অংকের নাটক “স্বপ্নবাসবদত্তম্” বৃহৎকথা অবলম্বনে রচিত এবং “প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন” নাটকের উপসংহার বিশেষ।l

www.artstutorial.in/9064359401

বিষয়বস্তুঃ-নায়ক বৎসরাজ উদয়ন এবং নায়িকা বাসবদত্তার সুখময় মিলিত জীবনে ঘনিয়ে আসে বিষাদের হাওয়া ।উদয়নের রাজ্য আক্রান্ত হয় শত্রু কতৃক।বিচক্ষণ রাজনীতিবিদ মন্ত্রী যৌগন্ধরায়ণ উদয়নের শক্তি বৃদ্ধি ও শত্রু দমনের জন্য মগধ রাজের সঙ্গে  আত্মীয়তাস্থাপন স্থির করেন ,আর এটা সম্ভব মগধ রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে উদয়নের বিবাহের মাধ্যমে।এদিকে দৈবের ভবিষ্যৎবাণীও ছিল এই বিবাহ সম্পন্ন হওয়ার উপর।তাই বাসবদত্তার সম্মতি নিয়ে,উদয়নের অনুপস্থিতির সুযোগ নিয়ে যৌগন্ধ্ররায়ন প্রচার করেন অগ্নিদগ্ধ হয়ে বাসবদত্তা ও মন্ত্রী যৌগন্ধরায়নের মৃত্যু হয়েছে।এবং ছদ্মবেশে রাজ্যত্যাগ করে পদ্মাবতীর কাছে বাসব দত্তাকে অবন্তিকা নামে ন্যস্ত করেন।কিছুদিন কাটলে উদয়ন ও পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয়।পদ্মাবতীর কাছে বাসবদত্তা আছে ছদ্মবেশে।এদিকে বাসবদত্তার পিতৃগৃহ থেকে তাঁর ধাত্রী ও মহাসেনের কঞ্চুকী উদয়নের প্রাসাদে বাসবদত্তা ও উদয়নের চিত্রদুটিনিয়ে উপস্থিত হন।পদ্মাবতী বাসবদত্তার প্রতিকৃতি দেখে উদয়নকে জানান যে বাসবদত্তার প্রতিকৃতির অনুরূপ রূপ বিশিষ্ট এক নারী তার সঙ্গে দীর্ঘদিন রয়েছে।এমন সময় পরিব্রাজকের ছদ্মবেশে মন্ত্রী যৌগন্ধরায়ন উদয়নের সমীপে উপস্থিত হয়ে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।রাজাও সবকিছু বুঝতে পারেন।www.artstutorial.in/9064359401

স্বপ্নের মাধ্যমে বাসবদত্তার সান্নিধ্যলাভ এবং ঘটনাচক্রে নায়ক-নায়িকার পুনর্মিলন নাটকের মধুর সমাপ্তি দান করেছে।সেই সঙ্গে স্বপ্নবাসবদত্তম্ নামকরণটিও স্বার্থক,সুন্দর ,যথাযথ,যুক্তিসংগত ও তাৎপর্যপূর্ণ হয়েছে।

এখানে CLASS XI-XII এবং B.A HONOURS & GEN.   সংস্কৃত বিষয় যত্ন সহকারে পড়ানো হয়

বাংলা ও এডুকেশন পড়ানো হয়।

স্থান-ভাতার বাজার  …… ……..আমারুণ বাজার

MOB- 9064359401

TEACHER :-ASRAF ALI

[ SANSKRIT HONS.,M.A,[Sanskrit  &  Education]B.ED, ACHARYA(SAHITYA 1st class)   

 

0 মন্তব্যসমূহ