ABTA Test Paper 2022
সাহিত্যের ইতিহাস
MCQ
AC - 304
1.মেঘদূতম্ গ্রন্থটি হল
A.মহাকাব্য B.চম্পুকাব্য C.নাট্যশাস্ত্র D.গীতিকাব্য
2.চরক সংহিতার ভাষ্য রচনা করেন
A.পাণিনি B.চক্রপাণি C.বিশ্বামিত্র D.কার্ত্যায়ন
3.আর্যভট্ট ছিলেন
A.ভূতত্ত্ববিদ B.জ্যোতির্বিদ C.ঐতিহাসিক D.নৈয়ায়িক
Ans. ১) . গীতিকাব্য ২) চক্রপাণি ৩) জ্যোতির্বিদ
AC - 313
1.সরস্বতী বরপুত্র বলা হয়
A. ভাসকে B কালিদাসকে C.শূদ্রককে D.শ্রীহর্ষকে
2.চরক সংহিতার লেখক কে
A. নাগার্জুন B.সুশ্রুত C.জীবক D.চরক
3.আর্যভট্ট কে ছিলেন
A.বিজ্ঞানী B.পুরাবিদ C.জ্যোতির্বিদ D.ভৌগলিক
4.নাটকের জন্য কোন বেদ থেকে রস গ্রহণ করা হয়েছে
A.ঋক B.সাম C.যজু D. অথর্ব
Ans. ১) . কালিদাসকে ২) চরক ৩) জ্যোতির্বিদ ৪) অথর্ব
AC – 324
1.স্বপ্নবাসবদত্তা কার রচনা
A.কালিদাস B.বিশাখ দত্ত C.শূদ্রক D.ভাস
2.গীতগোবিন্দ রচয়িতা কে
A.কালিদাস B.অশ্ব ঘোষ C.জয়দেব D.শূদ্রক
3.লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ
A.গণিত B.জ্যামিতি C.আয়ুর্বেদ D.নাটক
Ans. ১) . ভাস ২) জয়দেব ৩) গণিত
আর্টস টিউটোরিয়াল /৯০৬৪৩৫৯৪৩১
AC - 335
1.গুপ্তযুগের নিউটন বলা হয় কাকে
A.আর্যভট্টকে B.নাগার্জুনকে C.সুশ্রুত D.বরাহমিহিরকে
2.শ্রীরাধা শ্রী কৃষ্ণের বিরহ ব্যাকুল কোন সর্গে
A.দ্বিতীয় B.তৃতীয় C.চতুর্থ D.পঞ্চম
3. মৃচ্ছকটিক কটি অংকে লিখ
A. 7 B.8 C.9 D.10
Ans. ১) আর্যভট্টকে ২) দ্বিতীয় ৩) 10
আর্টস টিউটোরিয়াল /৯০৬৪৩৫৯৪৩১
AC - 344
1.শুশ্রুত সংহিতার কয়টি বিভাগ
A.পাঁচটি B.ছয়টি C.সাতটি D.চারটি
2.প্রতিমা নাটক কার লেখা
A.কালিদাস B.ভাস C.ভবভূতি D.মাস
3.মেঘদুত কে লিখেছেন
A. কালিদাস B.জয়দেব C.শূদ্রক D. ভাস
Ans. ১) ছয়টি ২) ভাস ৩) কালিদাস
AC – 357
আর্টস টিউটোরিয়াল /৯০৬৪৩৫৯৪৩১
1.কোন বেদ থেকে গীত গৃহীত হয়েছিল
A.সামবেদ B.অথর্ববেদ C.ঋগ্বেদ D.যজুর্বেদ
2.ভাসের কতগুলি নাট্য রচনা আবিষ্কৃত হয়েছে
A .11 B.9 C.15 D.13
3.মুদ্রারাক্ষস কে রচনা করেন
A. বিশাখদত্ত B.শূদ্রক C .কালিদাস D.ভাস
Ans. ১) সামবেদ ২) 13 ৩) বিশাখদত্ত
SAQ
AC - 302
1.বরাহমিহির রচিত প্রসিদ্ধ গ্রন্থটির নাম লেখো ?
Ans. পঞ্চসিদ্ধান্তিকা
2.মূল সুশ্রুত সংহিতা গ্রন্থটির রচয়িতা কে ?
Ans. মহর্ষি বিশ্বামিত্রের পুত্র এবং ধন্বন্তরির শিষ্য সুশ্রুত।
AC – 313
আর্টস টিউটোরিয়াল /৯০৬৪৩৫৯৪৩১
1.একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম লেখ ?
Ans. নাট্যকার ভাসের লেখা ঊরুভঙ্গম্
2.শূদ্রক রচিত প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য টির নাম কি ?
Ans. মৃচ্ছকটিকম্
3.সৌর সিদ্ধান্ত রচয়িতা কে ?
Ans. বরাহমিহির
৪.আয়ুর্বেদে বৃদ্ধ ত্রয়ী কারা ?
Ans. চরক , সুশ্রুত এবং বাগভট্ট
AC - 324
1.আয়ুর্বেদ এর উৎস কোন বেদ ?
Ans. অথর্ব বেদ
2.একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখ ?
Ans. নাট্যকার ভাসের লেখা ঊরুভঙ্গম্
3. স্ত্রী চরিত্র বিহীন সংস্কৃত নাটক কোনটি ?
Ans. বিশাখদত্তের মুদ্রারাক্ষস
AC - 335
1.কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি ?
Ans. সাত অঙ্কের নাটক অভিজ্ঞান শকুন্তলম্ ।
2.মেঘদূতম্ কোন ছন্দে লেখা ?
Ans. মন্দাক্রান্তা
3.দশগীতিকা সূত্র কার লেখা ?
Ans. আর্যভট্ট
AC -344
আর্টস টিউটোরিয়াল /৯০৬৪৩৫৯৪৩১
1.গীতগোবিন্দম্ কয়টি সর্গ এবং গীত আছে ?
Ans. সর্গ ১২ টি গীত ২৪ টি
2.একটি একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখ ?
Ans. নাট্যকার ভাসের লেখা ঊরুভঙ্গম্
3.বরাহমিহির এর জন্মস্থান কোথায় ?
Ans. কাম্পিল্য অর্থাৎ বর্তমানে জলন্ধর জেলার কাল্পী গ্রামে জন্মগ্রহন করেন এবং উজ্জয়িনীতে বাস করতেন।
AC - 357
1.আয়ুর্বেদ এর উৎস কোন বেদ ?
Ans. অথর্ববেদ
2.একটি ভক্তিমূলক গীত কাব্যের নাম লেখ ?
Ans. জয়দেবের গীতগোবিন্দম্ ।
0 মন্তব্যসমূহ