ABTA Test Paper 2022
গঙ্গাস্তোত্রম– শ্রী শঙ্করাচার্য
MCQ
SET – AC/302
I) শংকরাচার্য গঙ্গাস্তোত্রম্ রচনা করেন-
(a) হিমালয়ে (b) কাশীতে (c) বদ্রীধামে (d) কালাডিতে
II) গঙ্গার পুত্রের নাম-
(a) ভগীরথ (b) দশরথ (c) অর্জুন (d) ভীষ্ম
AC-302 Ans..I) কাশীতে .II) ভীষ্ম.
SET – AC/313
I) পৃথিবীর কল্পলতা কে?-
(a) গঙ্গা (b) কামধেনু (c) ভগীরথ (d) পারিজাত
II) গঙ্গা কোন গিরিবর থেকে নিঃসৃতা
(a) ত্রিকুট (b) হিমালয় (c) বিন্ধ্য (d) সহ্যাদ্রি
III) স্তোত্র কথার অর্থ কী?
(a) কবি (b) ভক্তি (c) স্তব (d) মন্ত্র
Ans..AC-313 ..I) গঙ্গা.II) হিমালয় III) স্তব
SET – AC/324
I) গঙ্গাস্তোত্রমের রচয়িতা কে? -
(a) শঙ্করাচার্য (b) বেদব্যাস (c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (d) ত্রিবিক্রমভট্ট
II) শঙ্করমৌলিবিহারিণি কোন বিভক্তিতে-
(a) প্রথমা (b) দ্বিতীয়া (c) সপ্তমী (d) সম্বোধন
Ans.AC-324 .I) শঙ্করাচার্য.II) প্রথমা
SET – AC/335
I) বসুধার হার স্বরূপ কে?-
(a) পদ্মা (b) যমুনা (c) গঙ্গা (d) ভাগীরথী
II) প্রণমতি ব্যুৎপত্তি কি -
(a) প্র-নম্ +লট্ তি (b) প্র-নম্ +লট্ স্যতি (c) প্র-নম্ +লোট্ তু (d) প্র-নম্ +লঙ্ তু
Ans..AC-335..I) গঙ্গা .II) প্র-নম্ +লট্ তি
SET – AC/344
I) ‘তব কৃপয়া’ কার কৃপায় –
(a) শিবের (b) বিষ্ণুর (c) ব্রহ্মার (d) গঙ্গার
II) গঙ্গাস্তোত্রমের রচয়িতা কে? -
(a) শঙ্করাচার্য (b) বেদব্যাস (c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (d) ত্রিবিক্রমভট্ট
Ans..AC-344..I) গঙ্গার .II) শঙ্করাচার্য
SET – AC/357
I) সুর শব্দের অর্থ কী? -
(a) বৃহস্পতি (b) দেবতা (c) জল (d) পৃথিবী
II) মৌলি শব্দের অর্থ কী?
(a) হস্ত (b) মস্তক (c) বক্ষদেশ(d) স্কন্ধ
Ans..AC-357..I) দেবতা II) মস্তক
SAQ
SET-AC/302
I) শংকরাচার্য প্রণীত অপর একটি স্তোত্রগ্রন্থের নাম লেখ ?
Ans.. ভবান্যষ্টক,মোহমুদগর,সৌন্দর্য্
II) গঙ্গা প্রণামের ফল কী??
Ans. “ প্রণমতি যস্ত্বাং ন পততি শোকে” অর্থাৎ গঙ্গা প্রণামকারী কখনো শোকে পতিত হয় না।
SET-AC/313
I) “শঙ্করমৌলি” ‘পদে’ মৌলি কথার অর্থ কী ?
Ans. শির বা মাথা।
II) পুরাণ মতে গঙ্গার উৎপত্তি কোথা থেকে ?
Ans. ব্রহ্মার কমণ্ডুলু
III) দেবী গঙ্গার চরণ কার মুকুটে রঞ্জিত ?
Ans. দেবরাজ ইন্দ্রের
SET-AC/324
I) জঠর শব্দের অর্থ কী?
Ans. মাতৃগর্ভ বা উদর
II) গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত ?
Ans. নিগমে বা বেদাদি শাস্ত্রে।
SET-AC/335
I) গঙ্গা তরঙ্গের শুভ্রতা কাদের সঙ্গে তুলনীয় ?
Ans. ‘ হিমবিধুমুক্তা’ অর্থাৎ হিম বা বরফ ,বিধু বা চন্দ্র এবং মুক্তার সঙ্গে।
II) গঙ্গা কার মস্তকে শোভা পান ?
Ans. শঙ্কর বা মহাদেবের।
SET-AC/344
I) গঙ্গা তরঙ্গের শুভ্রতা কাদের সঙ্গে তুলনীয় ?
Ans. ‘ হিমবিধুমুক্তা’ অর্থাৎ হিম বা বরফ ,বিধু বা চন্দ্র এবং মুক্তার সঙ্গে।
II) ত্রিভুবন বলতে কী বোঝায় ?
Ans. ভূলোক , দ্যুলোক , অন্তরীক্ষলোক মতান্তরে স্বর্গ , মর্ত্য , পাতাল
SET-AC/357
I) শঙ্করাচার্য কোন দার্শনিক মতবাদের প্রবক্তা?
Ans. – অদ্বৈতবাদ
II) গঙ্গার অপর নাম কী?
Ans. জাহ্নবী
0 মন্তব্যসমূহ