ABTA 2022 Basantiko Swapnom(বাসন্তিকস্বপ্নম

 

ABTA Test Paper 2022

বাসন্তিকস্বপ্নম() – শ্রী কৃষ্ণমাচার্য

MCQ

SET – AC/302

I) কৃষ্ণমাচার্যের জন্মস্থল-                                                          

(a) পূর্বভারত (b) পশ্চিম ভারত (c) উত্তর ভারত (d) দক্ষিণ ভারত

II) বাসন্তিকস্বপ্নম নাটক টি প্রথম প্রকাশিত হয়?-                                                               

(a) ১৮৯০ খ্রীঃ (b) ১৮৯১ খ্রীঃ (c) ১৮৯২ খ্রীঃ (d) ১৮৯৩ খ্রীঃ

III) মূল নাটকে হেলেনা হল-                                                       

(a) সৌদামিনি (b) কনকলেখা (c) প্রমোদ (d) কৌমুদী

IV) দর্শম পদের অর্থ-                                                                  

(a) দেখা (b) দৃশ্য (c) অমাবস্যা (d) পূর্ণিমা

AC-302 Ans..I) দক্ষিণ ভারত  .II) ১৮৯২ খ্রীঃIII) সৌদামিনি. IV) দেখা  



SET – AC/313

I) বাসন্তিকস্বপ্নমএ রাজার নাম কী ?-                                         

(a) ইন্দুশর্মা  (b) ইন্দ্রবর্মা (c) মকরন্দ (d) প্রমোদ

II) কুহু শব্দের অর্থ কী-                                                           

(a) অমাবশ্যা (b) পূর্ণীমা (c) রাত্রি (d) জ্যোৎসনা

III) বসামি মদনাক্রান্তা মদন কে?                                                 

(a) কৃষ্ণ  (b) কামদেব (c) মদন দেব (d) চন্দ্রদেব

IV) প্রণয়বতী বলা হয়েছে-                                                       

(a) কনকলেখা (b) সৌদামিনী (c) কৌমুদি (d) পত্রলেখা

V) বল্লভ কথার অর্থ                                                       

(a) পাচক (b) স্বামী (c) বলবান  (d)  প্রিয়

 

Ans..AC-313 ..I) ইন্দ্রবর্মা.II) অমাবশ্যা III) কামদেব IV) কনকলেখা V) প্রিয়

SET – AC/324

I) বাসন্তিকসবপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত -                                                                                       

(a) সংস্কৃত (b) বাংলা (c) ইংরেজি (d) তামিল                                                         

II) নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল -                                                           

(a) ঘন্টা ধ্বনি  (b) হর্ষ ধ্বনি(c) বংশীধনী (d) মৃদঙ্গধ্বনি

III) কুহু শব্দের অর্থ কী ?-                                                                                          

(a) রাত্রি  (b) পূর্ণিমা (c) অমাবশ্যা (d) চতুর্দশী

IV) কৌমুদীর পিতা কে ?-                                                                                    

(a) ইন্দ্রবর্মা (b) ইন্দুবর্মা (c) ইন্দ্রশর্ম (d) ইন্দুশর্মা  

                                   

Ans.AC-324 .I) ইংরেজিII) মৃদঙ্গধ্বনি III) অমাবশ্যা IV) ইন্দুশর্মা

SET – AC/335

I) ইন্দ্রবর্মার পরিচারকের নাম কি?-                                                         

(a) বসন্ত (b) প্রমোদ (c) ইন্দুশর্মা (d) মকরন্দ

II) উদ্বাহ শব্দের অর্থ ?-                                                         

(a) বিবাহ (b) সংবাহ (c) উদ্বন্ধন (d) আবহ                                                                                             

III) নমো ভবতঃ ইন্দুশর্মন-নমঃ কী পদ ?-                                                         

(a) বিশেষ্য (b) বিশেষণ (c) অব্যয় (d) ক্রিয়া

IV) অস্মন্নগরস্যসন্ধি বিচ্ছেদ করো                                                               (a) অমননগরস্য (b) অস্ম+ন্নগরস্য (c) অস্মদ্+নগরস্য (d) অস্মম+নগরস্য                          

Ans..AC-335..I) প্রমোদ  .II) বিবাহ.III) অব্যয় IV) অস্মদ্+নগরস্য

SET – AC/344

I) ইন্দুশর্মা জাতিতে কী –                                                                        (a) ব্রাহ্মণ (b) ক্ষত্রিয় (c) বৈশ্য (d) শূদ্র    

II) কুহু শব্দের অর্থ কী-                                                      (a) রাত্রি (b) অমাবশ্যা (c) পূর্ণিমা (d) প্রভাত                                                         

III) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন  -                                                       (a) প্রমোদকে (b) মকরন্দকে (c) বসন্তকে (d) রাজাকে                                                     

IV) কথয় বাসু  বাসু শব্দের অর্থ কী-                                                               (a) বসুদেব (b) রাজা (c) ভৃত্য (d) বালিকা                                                          

Ans..AC-344..Iব্রাহ্মণ.II) অমাবশ্যা III) বসন্তকে IV) বালিকা

SET – AC/357

I) বাসন্তিক স্বপ্নম নাটকটির রচয়িতা কে -                                                                 (a) কালিদাস  (b) ভাস (c) কৃষ্ণমাচার্য (d) শূদ্রক

II) বাসন্তিকস্বপ্নম নাটকে অংক সংখ্যা                                                               (a) ৬ (b) ৫ (c) ৪ (d) 

III) নমঃ শব্দটি হল -                                                      (a) অব্যয় (b) বিশেষ্য (c) বিশেষণ (d) সর্বনাম

IV) নাট্যকার কোথাকার লোক                                                                                   (a) উত্তর ভারত (b) দক্ষিণ ভারত (c) পূর্বভারত (d) দক্ষিণ-পশ্চিম ভারত                                 

Ans..AC-357..I) কৃষ্ণমাচার্যII) ৫ III) অব্যয় IV) দক্ষিণ ভারত

 

SAQ

SET-AC/302

I) রাজা চাঁদকে অতিনির্ঘৃণ বলেছেন কেন?

Ans.কারণ চাঁদ প্রকৃতির নিয়মে ক্ষয়প্রাপ্ত হলেও বিবাহ উৎসুক রাজার মনে হয়েছে সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না।

II) বাসন্তিক শব্দের ব্যুৎপত্তি লেখো?       

Ans. বস্ +কচ্=বসন্ত ; বসন্ত+ঠক্=বাসন্তিক

III) সম্প্রতি সাধয়ামঃউক্তিটি কার?

Ans.  রাজা ইন্দ্রবর্মার

IV) মঞ্চে অনুপস্থিত দুটি চরিত্রের নাম লেখো  ?

Ans. বসন্ত এবং মকরন্দ

SET-AC/313

I) বাসন্তিকসবপ্নম পদটির অর্থ কী?

Ans. বসন্তকালীন যে স্বপ্ন     

II) দর্শ শব্দের বিপরীতার্থক শব্দটি লেখ ?

 Ans. পূর্ণিমা

III) রাজা ইন্দ্রবর্মা চন্দ্রকে অতি নির্ঘৃণঃ বলেছেন কেন  ?

 Ans.  কারণ চাঁদ প্রকৃতির নিয়মে ক্ষয়প্রাপ্ত হলেও বিবাহ উৎসুক রাজার মনে হয়েছে সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না

IV) কন্যার প্রতি ইন্দুশর্মার কী নির্দেশ ছিল ?

Ans.  পিতার পছন্দের পাত্রকেই(মকরন্দ) বিবাহ করতে হবে

V) প্রমোদ কে ছিলেন ?

Ans.   রাজা ইন্দ্রবর্মার পরিচারক

 

SET-AC/324

I) কন্যার প্রতি ইন্দুশর্মার কী নির্দেশ ছিল ?

Ans. পিতার পছন্দের পাত্রকেই(মকরন্দ) বিবাহ করতে হবে

II) রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ?

Ans. কনকলেখার

III) সাধয়াম র একটি প্রতিশব্দ লেখ ?

Ans.  গচ্ছামঃ

IV) রাজার বিয়ের আর কদিন বাকি ?

Ans.  চার দিন

 SET-AC/335

I) কচিদিন্দুব্দনা চ-ইন্দুবদনা কে

Ans.   বৃদ্ধ ইন্দুশর্মার কন্যা কৌমুদী

II) ত্বাং পরিণেষ্যে – কে কাকে বিয়ে করবেন

Ans.  মহারাজ ইন্দ্রবর্মা তাঁর বাগদত্তা কনকলেখাকে

III) প্রণম্য পদের বুৎপত্তি কি ?

Ans. প্র-ণ ম্+ল্যপ্

IV) রাজা ইন্দ্রবর্মা কাকে নিষ্ঠুর বলেছেন ?

Ans. কারণ চাঁদ প্রকৃতির নিয়মে ক্ষয়প্রাপ্ত হলেও বিবাহ উৎসুক রাজার মনে হয়েছে সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না

SET-AC/344

I) বরাকী পদের অর্থ কী ?

Ans.  নীচ বা হত্চ্ছারী

II) কুহূ শব্দের প্রতিশব্দ কী ?

Ans. অমবশ্যা

III) রাজা ইন্দ্রবর্মা প্রমোদকে কি বলেছিলেন?

Ans.  নগরের প্রতিটি রাস্তায় রাস্তায় গিয়ে সকল যুবকদের  মহাউৎসবে চিত্ত নিবেশের ব্যবস্থা করতে বলেন এবং দুঃখ দূরীভূত করে বৈবস্বত নগরের সর্বত্র আনন্দ ছরিয়ে দিতে বলেন।

IV) ইন্দুশর্মা রাজার কাছে কি প্রার্থনা করেছেন ?

Ans. বিবাহ বিষয়ে পিত্রাঞ্জা অমান্যকারি তাঁর কন্যার শাস্তির প্রার্থনা করেছেন।

 

SET-AC/357

I) বাসন্তিকস্বপ্নম নাটকটির  রচয়িতা কে  ?

Ans. শ্রী কৃষ্ণমাচার্য   

II) নির্ঘৃণ পদের অর্থ কী ?

 Ans. নিষ্ঠুর

III) রাজার বিবাহের কত দিন বকি ছিল?

Ans.   চার দিন


0 মন্তব্যসমূহ