বাংলা ব‍্যাকরণ এককথায় প্রকাশ( Bengali Single Word) পর্ব ৩

 



৮১. অতি গুণবান পুত্রের জননী - রত্নগর্ভা


৮২. অক্ষর জ্ঞান যার আয়ত্তে - জিতাক্ষর।


৮৩. অকস্মাৎ কৃত - কাকতালীয়।


৮৪. অতিশয় উচ্চ স্বরে ক্রন্দনরত - রোরুদ‍্যমান।


৮৫. অক্ষির সম্মুখে  - প্রত‍্যক্ষ।


৮৬. অনুকে দেখা যায় যার দ্বারা - অনুবীক্ষণ।


৮৭. যা অতিক্রম করা কষ্ট - দুরতিক্রম‍্য।


৮৮. অতি উচ্চ স্বর - তারস্বর।


৮৯. অক্ষরের সঙ্গে বর্তমান - সাক্ষর।


৯০. অতি দীর্ঘ নয় - নাতিদীর্ঘ।


৯১. অক্ষির সমীপে - সমক্ষ।


৯২. অনু থেকে প্রস্তুত - আনবিক।


৯৩. অতি বৃদ্ধা নারী - বড়াই।


৯৪. অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা।


৯৫. অতি অল্প সময় - লহমা।


৯৬. অতি উন্নত মতি যার - মহামতি।


www.artstutorial.in

৯৭. অতিশয় কোমল - পেলব।


৯৮. অতর্কিত হত‍্যাকারী/আক্রমণ কারী - আততায়ী।


৯৯. অকারণ দণ্ড  - গচ্চা।


১০০. অতি বিকট হাসি - অট্টহাসি।


১০১. অতিশয় রমনীয় - সুরম্য‌।


১০২. অতিশয় প্রশস্ত - প্রশস‍্য।


১০৩. অতি মূল্য যার - মহার্ঘ্য।


১০৪. অতি উচ্চ ধ্বনি - মহানাদ।


১০৫. অজানা বিষয়ে জানার আগ্রহ  - অনুসন্ধিৎসা


১০৬. অকারণ/অনিচ্ছায় দায়িত্ব গ্রহণ-গলগ্রহ।


১০৭. অভিলষিত বিষয়ে সাফল্য - ইষ্টসিদ্ধি।


১০৮. অতি সৌখিন লোক - ফুলবাবু।




১০৯. অতিশয় ভীত - বিত্রস্ত।


১১০.  অতিশয় মনোহ‍র - সুচারু।


১১১. অতি উজ্জ্বলা শ্বেতবর্ণা নারী - মহাশ্বেতা।


0 মন্তব্যসমূহ