বাংলা ব‍্যাকরণ এককথায় প্রকাশ(Bengali Single Word)পর্ব ২

 





২৬. অনন্য মনে প্রগাঢ় ধ্যান - নিদিধ্যাসন।


২৭. অন্য মনু - মন্বন্তর।


২৮. অনুগতেত ভাব – আনুগত্য।


২৯. অতিথির আপ্যায়ন - আতিথ্য।


৩০. অবলীলার সঙ্গে  – সাবলীল।


৩১. অতীত কাহিনী - ইতিহাস।


৩২. অবধানের সঙ্গে – সাবধান


৩৩. অতীত, বর্তমান ,ভবিষ্যত যিনি জানতে     পারেন - ত্রিকালদর্শী।


৩৪. অপরের গুণ গ্রহণ করে যে - গুণগ্রাহী।


৩৫. অতীতের বিষয়ের জন্য শোক প্রকাশ - গতানুশোচনা।


৩৬. অপরের কথার নকল - অনুকরণ।


৩৭. অদিতির পুত্র - আদিত্য।


৩৮. অপরিসীম সাহস - অসমসাহস।


৩৯. অধিক উক্তি - অত্যুক্তি।


৪০. অপকার করিবার ইচ্ছা - অপচিকীর্ষা।


৪১. অনন্তের ভাব – আনন্ত্য।


৪২. অনেকের মধ্যে এক – অন্যতম।


৪৩. অন্ত নেই যার – অনন্ত।


৪৪. অনেক অভিজ্ঞতা আছে যার - ভূয়োর্দশী।


৪৫. অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ - উপধী।


৪৬. অনুসন্ধান করিবার ইচ্ছা - অনুসন্ধিৎসা।


৪৭. অনুকরণ করিবার ইচ্ছা - অনুচিকীর্ষা।


৪৮. অনুর্বর জমি - খিল।


৪৯. অনুরাগ দূর হয়েছে যার - বীতরাগ।


৫০. অনুসরণ করে যে - অনুসারী।


৫১. অবশ্য পালনীয় - শিরোধার্য।


৫২. অহ্নের মধ্যাংশ - মধ্যাহ্ন।


৫৩. অহ্নের পূর্বাংশ - পূর্বাহ্ন।


 ৫৪. অহ্নের শেষ অংশ - অপরাহ্ন।


৫৫. অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী।


৫৬. অত্রিমুনির পত্নী - আত্রেয়ী।


৫৭. অবাঞ্ছনীয় প্রবেশ - অনুপ্রবেশ।


৫৮. অত্যন্ত প্রফুল্ল - উৎফুল্ল।


৫৯. অভ্যাস নেই যার - অনভ্যস্ত।


৬০. অঙ্গের সঙ্গে বর্তমান - সাঙ্গ।


৬১. অবৈধভাবে জাত - বিজাত।


৬২. অঙ্গ সম্বন্ধীয় - আঙ্গিক।


৬৩. অভিনয়ের উপযোগী দৃশ্যকাব্য - নাটক।


৬৪. অগ্নিহোত্রী ব্রাহ্মণ - সাগ্নিক।


৬৫. অরণ্যে জাত - আরণ্যক।


৬৬. অগ্নির ন্যায় বর্ণ - অগ্নিবর্ণ।


৬৭. অরিকে দমন করে যে - অরিন্দম।


৬৮. অগ্নি থেকে জাত - অগ্নিজ।


৬৯. অরিকে যুদ্ধে জয় করেন যিনি - অরিজিত।


৭০. অগ্রে জন্ম যার - অগ্রজ।


৭১. অলংকারের শব্দ - শিঞ্জন/টুঙ্কার।


৭২. অগ্রে গননার যোগ্য - অগ্রগণ্য।


৭৩. অসৎ পথে গমন করে যে - উন্মার্গগামী।


৭৪. অগ্র পশ্চাৎ বিবেচনা করে না যে - অবিমৃষ্যকারী।


৭৫. অসির শব্দ - ঝঞ্ঝনা।


৭৬. অগ্রপশ্চাৎ  বিবেচনা - সমীহ।


৭৭. অসূয়া নেই এমন নারী - অনসূয়া।


৭৮. অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে - অবিবেচক।


৭৯. অংশ আছে যার - অংশী।


৮০. অক্ষির দ্বারা আনীত - প্রত্যক্ষ ।



0 মন্তব্যসমূহ